আরিফ: রায় কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ।
আইনমন্ত্রী জানান, একই সাথে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার করতে খসড়া আইন মন্ত্রিসভায় তোলার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সংশোধন করা হচ্ছে, যাতে জামায়াতের বিচার হয়।
পাশাপাশি, শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি। বিচার বিভাগের সচিবালয় করার কোনো এখতিয়ার আইন মন্ত্রণালয়ের নেই বলেও জানান, আইনমন্ত্রী।