মিজানুর রহমান ( লোহাগাড়া) : লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রী মাইমুনা আক্তার মীনার লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে অসংখ্য মানুষের উপস্থিতিতে মা এবং চাচার কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই সেলিম প্রতিবেদককে মুঠোফোনে জানান, আজ সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৫:৩০ টায় লাশ হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, মেয়েটির চাচা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। মামলা নং- ৭ । তারিখ: ১১/১২/১৬ইং । বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।
মেয়েটির স্বামীর সাথে যোগাযোগ করা হয়েছে কীনা প্রশ্ন করা হলে এসআই সেলিম বলেন, তাঁর স্বামীর সাথে আমরা যোগাযোগ করিনি। তিন বছর আগে প্রবাসী আইয়ুবের সাথে তার বিয়ে হয়।মীনার আট মাসের একটি মেয়ে আছে। বর্তমাসে সে নানার বাড়িতে আছে বলে জানান তিনি।
মহিলাটির বাপের বাড়ি কলাউজান বাইন্না পুকুর পাড়।