মৌলভীবাজার সদর-রাজনগর-৩ আসনের উপনির্বাচনে বড়লেখার জাপা নেতা ও কাতার-বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ রিয়াজ মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন দলীয় নেতাকর্মীর মধ্যে এমন গুঞ্জন চলছে।
একক প্রার্থী দেবে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি (এরশাদ)। দলটির হাইকমান্ডের নির্দেশে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এমন সিন্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ সভা করেছেন। সভায় প্রার্থী সিলেকশনে বেশ কিছু নাম উঠে আসলেও শেষ মুহূর্তে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পাচ্ছেন ৫ জানুয়ারীর সংসদ নির্বাচনে জেলার একমাত্র বিরোধীয় দলীয় (জাপা এরশাদ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ রিয়াজ এমনটাই আলোচনা বাতাসে ভেসে বেড়াচ্ছে।
জাতীয় পার্টির দলীয় সূত্র জানিয়েছে, মৌলভীবাজার-৩ আসনে উপ-নির্বাচনে মহাজোটের শরিক দল জাপা থেকে একক প্রার্থী দেয়ার লক্ষ্যে গত ৩১ অক্টোবর প্রেসিডেন্ট পার্কে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
উক্ত সভায় মৌলভীবাজার-৩ আসনের চিত্র তুলে ধরেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ রিয়াজ। এ সময় হুসেইন মুহাম্মদ এরশাদ উপ-নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার জন্য আহমেদ রিয়াজকে নির্দেশ দেন। নিজের প্রার্থীতার সত্যতা নিশ্চিত করে অগ্রদৃষ্টিকে জানান, কাতার-বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ জাপা নেতা আহমেদ রিয়াজ।
আহমেদ রিয়াজ বলেন- আমার মূল সাধনা মৌলভীবাজারের ঘরে ঘরে সফল রাষ্ট্রনায়ক এরশাদের ৯ বছরের সোনালী দিনের ইতিহাস তুলে ধরা, মানুষের সেবা করা। তাই পার্টি যেনো নির্বাচনে যায় সেই সংগ্রামই আমি করে যাচ্ছি। দলীয় মনোনয়ন কাকে দেয়া হবে এটা স্যারের (এরশাদ) মর্জি। আমি সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্যারের নির্দেশ মেনে কাজ করতে চাই।।