মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরে প্রাণকেন্দ্র কুসুমবাগ পয়েন্টে অবস্থিত অভিজাত হোটেল রেস্ট ইন কে ৩০ হাজার টাকা জরিমানা।
মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার তৈরি ও পঁচা সবজি ফ্রিজে সংরক্ষণ করা এবং একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাদ্য পণ্যসহ বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন এর নেতৃত্বে ও মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং নগদ আদায় করা হয়।