খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই শ্লোগান নিয়ে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন করতে মৌলভীবাজারে রোড- শো ও লিপলেট বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার।
১১ই আগষ্ঠ শনিবার বেলা সাড়ে ১১ টা হতে শহরের চৌমোহনা চত্বরে এই রোড শো কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি রোড শো শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা’র মৌলভীবাজার জেলা সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকারের সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ারুল হক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক (টিআই) সালাউদ্দিন কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি প্রমূখ।এছাড়া বিএনসিসি, রোভার্ট স্কাউট, নিসচা’র সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সড়ককে নিরাপদ করতে হলে চালক, যাত্রী ও পথচারী এদেরকে আগে সচেতন করতে হবে। মৌলভীবাজার শহরে ট্রাফিক সপ্তাহে প্রাইভেট কার, সিএনজি অটোরিক্সাসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করলেও ইজিবাইক চেক না করায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।