ষ্টাফ রিপোর্টার।। মৌলভীবাজারে অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় বিগত সোমবার সকালে বি এন এস বি চক্ষু হাসপাতালে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত ‘‘বিনামূল্যে ছাত্র/ছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষা কার্যক্রম’’-এর আওতায় ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার বি এন এস বি-র অবৈতনিক সাধারণ সম্পাদক জনাব এ এম ইয়াহিয়া মুজাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এম. পি। বক্তব্য রাখেন, বি এন এস বি-র কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ প্রকৌশলী এ মুনিম, সদস্য খন্দকার মোহাম্মদ হোসেন কুটি প্রমুখ। অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার ১৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৩ জন ছাত্র/ছাত্রীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
