খ ম জুলফিকার, মৌলভীবাজার:মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের উদ্যোগে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) মৌলভীবাজার শহরের বড়বাড়ি কামাল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজার মিডটাউনের প্রেসিডেন্ট নিলুফার জেসমিন মুক্তির সভাপতিত্বে এবং সেক্রেটারি মাধুরী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সৈয়দা খাইরুন্নেছা ইয়াসমিন, এডিটর নুসরাত জাহান এবং কার্যকরী কমিটির সদস্য ফাতেমা ইসলাম নিলু। এছাড়াও বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খায়রুন্নেছা বেগম।

বক্তারা নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে গল্পের বই তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











