আ হ জুবেদ- সম্পাদক অগ্রদৃষ্টি::: মৌলভীবাজার শহর থেকে প্রায় ৫ মাইল পশ্চিমে ব্যস্ত শহরের শ্বাসরুদ্ধকর পরিবেশ মুক্ত, গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা মেঠো পথ পেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং বহু শিক্ষিত জ্ঞানি-গুণী মানুষরা ছাড়াও আগামীর সম্ভাবনাময়ী তরুণদের বসবাস যে গ্রামটিতে সেই গ্রামের নামটি হচ্ছে খুশহাল পুর।
খুশহাল পুর গ্রামের পূর্বপুরুষদের রেখে যাওয়া ঐতিহ্যবাহী পুরাতন শিক্ষা প্রতিষ্টান, অবিস্মরণীয় বহু স্মৃতি আজকের সমাজ সচেতন প্রজন্মরা আদৌ খুবই সযত্নে ধরে রেখেছেন।
তন্মদ্ধ্যে উল্লেখযোগ্য একটি ইসলামিক প্রতিষ্ঠান খুশহাল পুর এবতেদায়ী মাদ্রাসা,এই মাদ্রাসাটি নির্মিত হয়েছিল ১৯৫৩ খ্রিষ্টাব্দে।
কিছুদিন আগে এই মাদ্রাসাটির পূর্বের জরাজির্ন পুরাতন ভবনটি সংস্কারের পাশাপাশি তারই পাশ ঘেষে আরেকটি নতুন ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, উক্ত নব ভবন নির্মাণ করতে গিয়ে খুশহাল পুরের বহির্বিশ্বে থাকা প্রবাসীরা যথাক্রমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কুয়েত সিঙ্গাপুর সহ নানান দেশ থেকে বিপুল পরিমানের আর্থিক অনুদান দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন।
তারপর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে খুশহাল পুর মাদ্রাসার উক্ত নব-নির্মিত ভবনটি শুভ উদ্বোধন করলেন মৌলভীবাজার উপজেলা’র মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া (যদিও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক- প্রধান অতিথি জনাব আজিজুর রহমান কর্তৃক শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল; কিন্তু মান্যবর প্রধান অতিথি গতকাল আকস্মিক সমাজ কল্যাণ মন্ত্রীর মৃত্যুর কারণ উল্লেখ করে আসতে অপারগতা প্রকাশ করেন)
এদিকে গতকাল ১৪ই সেপ্টেম্বর ২০১৫ইং রোজ সোমবার খুশহাল পুর মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার নব-নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টানের আয়োজন করা হয়।
৯ নং আমতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার এবং ওই এলাকার সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে ব্যাপক ইতিবাচক পরিবর্তনের স্লোগান দিয়ে তরুণ সমাজের মধ্যমণি,নিঃস্বার্থ সমাজসেবক,তরুণ উদীয়মান সংগঠক রফিকুল ইসলাম ময়নুল (আহ্বায়ক মাদ্রাসা পরিচালনা কমিটি) এর সভাপতিত্বে ও তরুণ উদীয়মান সামাজিক, রাজনৈতিক সংগঠনের বিশেষ ব্যক্তিত্ব সেলিম আহমেদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন মৌলভীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, ৯ নং আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সুজিত চন্দ্র দাস প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দরা আলোচনা সভায় তাদের মূল্যবান বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বর্তমান মাদ্রাসার সার্বিক ক্ষেত্রেআশানুরূপ ইতিবাচক অগ্রগতি এবং উন্নতিকরণে মাদ্রাসা পরিচালনা কমিটি অগ্রণী ভূমিকা পালন করায় সংস্লিষ্ট কমিটির সকলের ভূয়সী প্রশংসা করেন।
এবং খুশহাল পুর মাদ্রাসার নব-নির্মিত ভবন নির্মাণে যেসমস্ত প্রবাসীরা অর্থ অনুদান দিয়ে সহোযোগিতা করেছেন সেসব প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও নেতৃবৃন্দরা ভবিষ্যতেএই মাদ্রাসার সব ধরনের উন্নতি কল্পে তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
এদিকে জানাগেছে উপরোক্ত নেতৃবৃন্দরা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন, মতব্বিরমিয়া, জয়তুন মিয়া, আনোয়ার মিয়া,হাজী দুরুধ মিয়া, মজিদ মিয়া সহ ৯নং আমতৈল ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গরা তথা প্রায় ৫ শতাধিক আশপাশ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্টানিকতার একপর্যায়ে আসাব আলী আনসারী’র পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের শেষে উপস্থিত সকলের মধ্যে শিন্নি বিতরণ করা হয়।