
ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা ও নাজুক অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে গতকাল সোমবার (তারিখ উল্লেখ নেই, তবে প্রদত্ত তথ্যমতে) দুপুরে সিলেট নগরের হুমায়ুন রশিদ চত্বরে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ঢাকা-সিলেট মহাসড়কটিকে সিলেটবাসীর ‘প্রাণরেখা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে এই গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক আজ ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে।” তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও সড়কের অবস্থার কোনো উন্নতি হয়নি।
বিএনপি নেতার দাবি, সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন দুর্ঘটনায় নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, সিলেটবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব সিভিল সার্ভিস, সামরিক বাহিনী বা জাতীয় রাজনীতির কোথাও নেই, যার ফলে পুরো বিভাগ এক ধরনের বঞ্চনার শিকার। যোগাযোগ ব্যবস্থার এই চরম বঞ্চনা আর সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অবিলম্বে সিলেটবাসীর এই দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এই দাবির দ্রুত প্রতিকার না হলে আগামী ২০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানসহ পরবর্তী কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।