মিলান থেকে তুহিন মাহমুদ: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ও মিলান বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে শনিবার মিলানের পার্ক নর্দে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ বা বাঙলা নববর্ষ ১৪২৪বঙ্গাব্দ।
বৈশাখী অনুষ্ঠানে প্রবাসীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি কাটলো।যদিও শনিবারে অনুষ্ঠান হওয়াতে দিবসের প্রথম ভাগে প্রবাসীদের উপস্থিত একটু অল্প থাকলেও বিকালে উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
বৈশাখের নানা রকমের ফেস্টুন, ব্যনার রকমারি প্লেকার্ড নিয়ে মুক্ত আকাশে।
বেলুন উড়িয়ে শুভাযাত্রার উদ্বোধন করেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল মিজ রেজিনা আহমেদ। শোভাযাত্রা টি স্থানীয় পার্ক প্রদক্ষিণ করে। কনসাল রফিকুল করিমের উপস্থাপনায় বৈশাখী অনুষ্ঠানে প্রবাস প্রজন্মের শিশু কিশোরদের অংশগ্রহণে কবিতা, নৃত্য, সংগীত ও লটারির কুপন অনুষ্টিত হয়।
এসো হে বৈশাখ এসো এসো, বৈশাখ গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া প্রবাসী ছেলে মেয়েদের অংশগ্রহণে দেশীয় পোশাক পরিচ্ছদ নিয়ে বৈশাখী ফ্যাশন শো, উপস্থিত দর্শকদের হৃদয় আকৃস্ট করে তোলে। অনুষ্ঠান টি হয়ে ওঠে প্রাণবন্ত, মনে হলো বাংলার কোন এক বনবিথি তলে এ সূরের মূর্চ্ছনা ছড়িয়ে পরে।
বৈশাখী অনুষ্ঠানে মিলানের কমিউনিটি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংবাদিক সহ আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনটি উপভোগ করেন।সংগীত পরিবেশন করেন, আস্সাজা সুলতানা, জেস্সিকা, সোহান, সোহাগ। নৃত্য পরিবেশন করেন জেস্সিকা সহ আরো অনেকে।
এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি করেন তুহিন মাহামুদ, কাওছার হাওলাদার, নাটকের সংলাপ উপস্হাপন করেন নাজমুল আহসান শামিম, কৌতুক পরিবেশন করেন মুম, মামুন। অনুষ্ঠানের শেষের দিকে ব্যান্ড সংগীত গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন রোম থেকে আগত কি বোড যন্ত্র বাদক শহীদ ভাই, আধুনিক গান পরিবেশন করেন তবলা বাদক গুরু মনির, রোজারিও হৃদয় ছোঁয়া গানে ব্যকুল করে তোলে সংগীতপ্রিয় মানুষকে।
সবশেষে, মেলায় আসা বিভিন্ন নামের দোকান গুলোকে সনদপত্র প্রদান করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই