সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিবিসিকে জানিয়েছেন, মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশী হাজির সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।
তবে এখনও পর্যন্ত ১৩০ জন বাংলাদেশী হাজি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
নিখোঁজদের খোঁজে কাজ চলছে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন হাসপাতালে যেয়ে খোঁজখবর চালাচ্ছেন।
সৌদি কর্তৃপক্ষ নিহত হাজিদের ছবি ধাপে ধাপে প্রতিদিন প্রকাশ করছে।
নিখোঁজ বাংলাদেশী হাজিদের স্বজনদের মিনার পাশের এলাকা মুয়াইসামে যেয়ে সেখানে প্রকাশিত ছবি যাচাই করতে বলেছে দূতাবাস।
গত ২৪শে সেপ্টেম্বর মক্কার নিকটবর্তী মিনায় হজ্জের সময় শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাওয়ার পথে হুড়োহুড়িতে সাড়ে সাতশোরও বেশি মানুষ নিহত হয়।