স্টাফ রিপোর্টার:: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবি জানিয়েছেন দেশের ৫৯ জন বিশিষ্ট নাগরিক ও রাজনীতিক। রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ্ কায়সারের পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, মান্না চাকসুর জিএস, ডাকসুর দুবারের ভিপি এবং একজন সুপরিচিত রাজনীতিবিদ। কলাম লেখক, মিডিয়া ব্যক্তিত্ব ও এক সময়ের ছাত্রনেতা মান্নার গণতান্ত্রিক রাজনীতি চর্চায় আপসহীন ভূমিকার কথা কারো অজানা নয়। তাকে আটক করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে।
বিবৃতিতে মান্না অসুস্থ রয়েছেন দাবি করে এ নিয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।
এতে বলা হয়, প্রায় নয় মাসের বেশি সময় মান্না কারগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাকে ডিভিশন দেওয়া হয়নি, জামিনও দেয়া হচ্ছে না। মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে আত্মপক্ষ সমর্থন ও সুবিচারের সুযোগ দেওয়ার জোর দাবিও জানানো হয় বিবৃতিতে।