ডেস্ক নিউজ: চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর মহামারীতে রূপ নিয়েছে করোনা বা কোভিড-১৯ ভাইরাসটি। বিশ্বের উন্নত, উন্নয়নশীল, অনুন্নত – সবখানেই মহামারী আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারণে বিশ্বের তাবৎ মানুষকে এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যার অভিজ্ঞতা বোধহয় বিগত কোনো সময়ে মানুষের সম্মুখে আসেনি।
আর এই কঠিন সময়ে মানুষের মাঝে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল। করোনভাইরাসের মহামারী সময়ে মেয়রের মানবিক কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশ বিদেশের নানা সংস্থা থেকে শুরু করে দেশের সর্বস্তরের জনগণ।
এই করোনাকালীন সময়ে নরসিংদী পৌরসভা মেয়র জনাব কামরুজ্জামান কামরুল ৫০০০০ হ্যান্ড সেনিটাইজার, ৫০০০০ লিকুইড সাবান, ৫০০০০ মাক্স এবং শহরের সকল সড়কে ব্লেচিন পাউডার মিশানো পানি ছিটিয়েছেন। ১লা এপ্রিল থেকে প্রতিদিন ২০০০০ পরিবারকে ত্রান সামগ্রী বিতরন করেছেন যা এখনো চলমান। ৫০০০ মানুষকে ১লা রমজান থেকে রমজানের শেষ দিন পর্যন্ত প্রতিদিন ইফতার বিতরন এবং ২৫০০০ মানুষকে ঈদের দিন মোরগের রোষ্ট/পোলাও/ডিম/ফিরনি/বিশুদ্ধ খাবার পানির বোতল বিতরন করেছেন।
এছাড়া ৫০০০ পি পি ই এবং ৭টি জীবানো নাশক ট্যানেল স্থাপন করেছেন। নিজে গিয়ে কৃষকের ধান কেটে দিয়ে সাহায্য করছেন। মেয়র কামরুজ্জামান উনার মানবিক কাজগুলি এখনো চলমান রেখেছেন।