মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা থেকে সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া বিবিসিকে জানান, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি দল এসে আমিরাবাদ গ্রাম থেকে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মোঃ শহিদুল্লাহকে গ্রেপ্তার করে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমান বিবিসিকে জানান, বুধবার তাকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে, আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত জানাননি।
স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, মোঃ শহিদুল্লাহ নামের পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক ওই ক্যাপ্টেনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি আর সেনাবাহিনীতে ফেরেননি।
এর আগে মানবতা বিরোধী অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার এবং বিচার হলেও, এই প্রথম কোন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।