ক্ষমতাসীনরা ভোটারদের কেন্দ্রে যাওয়া ঠেকাতে ভয়-ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেই ভয় কাটিয়ে সবাইকে ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন কামাল হোসেনকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটের লড়াইয়ে নামা এই নেতা।
একাদশ সংসদ নির্বাচনের চার দিন আগে মঙ্গলবার বিকালে বিএনপি মহাসচিব নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষের প্রার্থীর পক্ষে গণসংযোগে চালান।
কাঞ্চন সেতুর কাছে এক পথসভায় ফখরুল বলেন, “আমরা সমস্ত বিরোধী দল এক হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে পরিবর্তনের সংগ্রাম নেমেছি।
“তারা (সরকার) আমাদেরকে ভয় দেখায়, জেলে নিয়ে যায়, বিভিন্ন রকমের নির্যাতন করে। কিন্তু এতে আমরা কি ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যেতে ভয় পাবো?”
এসময়ে সমবেতরা সমম্বরে বলে উঠেন- ‘না’, ‘না’।
ফখরুল বলেন, “৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যাওয়াটা আমাদের পবিত্র আমানত। আমরা ধানের শীষের ভোট দিয়ে গণতন্ত্রের বিজয়মালা দেশনেত্রীর মুক্তি ও আপনাদের মুক্তি নিশ্চিত করতে চাই।
“আগামী ৩০ ডিসেম্বর আপনারা দেশের মালিক হিসেবে সিদ্ধান্ত নেবেন, আগামী ৫ বছরে কারা দেশ পরিচালনা করবে। স্বৈরাচারী নায়কতন্ত্রে থাকবেন না, গণতন্ত্রের থাকবেন। আগামী ৩০ তারিখ এই সিদ্ধান্ত নিতে হবে কারা জনপ্রতিনিধি হিসেবে দেশ পরিচালনা করবেন।”
আওয়ামী লীগ ‘গায়ের জোরে’ ক্ষমতায় টিকে থাকতে চাইছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
নারায়নগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামানকে পাশে নিয়ে গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য রাখেন ফখরুল।
তারবো, ভুলতা, কাঞ্চনে তিনটি পথসভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। এসময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তৈমুর আলম খন্দকারসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র, বিডিনিউজ২৪.কম