আ হ জুবেদঃ অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয়ার পর, যেসব অবৈধ অভিবাসী কুয়েতে রয়েছেন; তাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে নিজ সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রী আনাস আল-সালেহ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রী আনাস আল-সালেহ এর টুইটারে দেয়া এক স্ট্যাটাসের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, অবৈধ অভিবাসীদের কুয়েত ত্যাগের প্রক্রিয়া সহজ করার জন্য তাদের দূতাবাস গুলো যথাযথ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দূতাবাস গুলোকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে কুয়েতে বৈধ হয়ে প্রবেশ করা প্রবাসীরা অবৈধ হওয়ার কারণ তার সরকার খতিয়ে দেখছে উল্লেখ করে মন্ত্রী আনাস আল-সালেহ বলেন, যেসব কোম্পানি বা ব্যক্তি ভিসা ব্যবসার সাথে সংশ্লিষ্ট, তাদের নামের তালিকা তৈরি করতে এরই মধ্যে তার মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে।