ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী উল্লেখ করে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে দুই দেশই লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন নতুন ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।
রোববার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে তিনি এ মন্তব্য করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
সাক্ষাতে হাই কমিশনার বলেন, “আমাদের যে উন্নয়ন সহযোগিতা চলছে তা উইন উইন। বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হচ্ছে।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারত বাংলাদেশের পাশে থাকবে।
নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের ‘তুলনা নেই’ বলে মন্তব্য করেন রিভা গাঙ্গুলী।
আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে ভারতের হাই কমিশনার বলেন, “কানেক্টিভিটি জোরদার হলে দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই ভারতের জনগণ বাংলাদেশকে বিভিন্নভাবে সমর্থন দিয়ে আসছে।
তিনি বলেন, যেভাবে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত সমস্যার সমাধান করা হয়েছে সেটা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতের সব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে যেমন বাংলাদেশকে সমর্থন দিয়েছিল, স্থল সীমান্ত সমস্যার সমাধানেও তারা একইভাবে সমর্থন দিয়েছিল।
এটা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা মডেল হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন নতুন হাই কমিশনার।
প্রধানমন্ত্রী সন্ত্রাস-বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরে বলেন, কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে বাংলাদেশের মাটি কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না।
ইহসানুল করিম বলেন, ভারতের নতুন হাই কমিশনার দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আন্তরিক শুভেচ্ছা শেখ হাসিনাকে পৌঁছে দেন।
ভারতের হাই কমিশনার হিসেবে এই মাসেই ঢাকা এসেছেন রিভা গাঙ্গুলী। কূটনৈতিক পেশায় ঢাকায় এটি তার দ্বিতীয় অধ্যায়। এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন।
তেত্রিশ বছরের ক্যারিয়ারে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতের রাষ্ট্রদূত এবং নিউ ইয়র্কে কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলী।
সূত্র, বিডিনিউজ২৪.কম