ফজলুল হক (কুটি) : বড়লেখার কাঠল তলী এলাকায় অবস্থিত বাউয়া’র দোকান কমবেশি বৃহত্তর সিলেটের অনেকেরই চেনা-জানা।
মনির উদ্দিন ওরফে বাউয়া মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড’র দেশের একজন ক্ষুদে দোকানদার।
মনির উদ্দিন ওরফে বাউয়া জীবনে অর্জন করতে পারেননি বিশাল ধনসম্পদ, অর্থকড়ি কিংবা বিলাসবহুল জীবনযাপনও ভাগ্যে জুটেনি।.
কিন্তু একটি সুখ্যাতি, বিরল অর্জন এই সাধারণ দিনমজুর মানুষটির জীবন খাতায় অর্জিত হয়েছে; আর সেটি হচ্ছে বিশাল পরিচিতি। তিনি ছোটবেলা থেকেই বাম হাত দিয়ে কাজ করতেন; ফলে এলাকার মানুষ উনাকে ডাকতে শুরু করে ‘বাউয়া” বলে। আর সেই থেকে আজ অবধি উনি বাউয়া বলে’ই বিশাল পরিচিতি লাভ করেছেন।
বৃহত্তর সিলেটের বহু মানুষ ধনসম্পদশালী হয়েছেন,প্রচুর অর্থকড়ি অনেকে কামিয়েছেন; কিন্তু পরিচিতির ক্ষেত্রে মনির উদ্দিন ওরফে বাউয়া’র চেয়ে তুলনামূলক কমই হবেন।
কারণ ঢাকা থেকে বড়লেখাগামী বাসে চড়ে কেউ যদি বলেন আমি বাউয়ার দোকানে নামবো; তাহলে অনায়াসে’ই গন্তব্য স্থলে এসে পৌঁছা যায়।
দেশের অন্যতম বনভোজন স্পট মাধবকুন্ড যাতায়াত, ঢাকা থেকে বড়লেখা কিংবা বড়লেখা থেকে ঢাকা যেতে হলে মনির উদ্দিন ওরফে বাউয়া’র মুখ দর্শন ব্যতিত কেউ যেতে পারবেন না।
মনির উদ্দিন ওরফে বাউয়া খুবই সাধারণ, সহজ সরল একজন মানুষ, কর্মে ও ব্যবহারে অন্যান্য দশজনের চেয়েও উত্তম একজন মানুষ।