ডেস্ক রিপোর্ট- বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং মাদক সেবনের অভিযোগে কুয়েতের সালমিয়া এলাকা থেকে ৩০ বছর বয়সী এক কুয়েতি যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় গত ১১ নভেম্বর এই ঘটনা ঘটে।
হাওয়ালী সাপোর্ট পেট্রোল ইউনিটের কর্মকর্তারা দেখতে পান যে ওই যুবক হেডলাইট বন্ধ করে এবং ট্র্যাফিকের উল্টো দিক দিয়ে বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছেন। এরপরই লেফট্যানেন্ট কর্নেল-এর নেতৃত্বে থাকা পেট্রোল ইউনিটটি তাকে থামাতে সক্ষম হয়। গাড়িটির কাছে পৌঁছানোর পর কর্মকর্তারা বুঝতে পারেন যে চালক মদ্যপ অবস্থায় আছেন, কারণ তার কাছ থেকে মদের তীব্র গন্ধ আসছিল।
গাড়িতে তল্লাশি চালানোর পর পুলিশ একটি “ব্ল্যাক লেবেল” মদের বোতল এবং লাইরিকা পিলস (Lyrica pills) উদ্ধার করে, যা কুয়েতে নিয়ন্ত্রিত মাদক হিসেবে শ্রেণীবদ্ধ। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আটক হওয়ার আগে ওই সন্দেহভাজন ব্যক্তি ছয়টি লাইরিকা ট্যাবলেট সেবন করেছিলেন।
অবিলম্বে তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্র জানিয়েছে।











