মধ্যপ্রাচ্যের কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের ক্রীড়া সংগঠন বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) কুয়েতের ফারওয়ানিয়া এলাকায় বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েতের উদ্যোগে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নান্দনিক রেস্টুরেন্ট মিক্স ইয়াকিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ মানিক মোল্লা।
সাধারণ সম্পাদক মীর শাহীনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আমিনুর রহমান খান,রাশেদ মোশাররফ পাঠান,সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান,সাইফুল ইসলাম বাবুল,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মিয়া,টিম পরিচালক মোঃ বাদশা মিয়া,প্রবাসী কমিউনিটি নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
প্রবাসে ক্রীড়া সংগঠন করার উদ্দেশ্য প্রবাসীদের মধ্যে ঐক্য,সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলা।
সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েতের সভাপতি মোঃ মানিক মোল্লা।
তিনি আরো বলেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
বৃহত্তর ফরিদপুর স্পোর্টিং ক্লাব কুয়েত গঠন নিয়ে বিশদ আলোচনাও করেন উপস্থিত অতিথিরা।
পরে মোঃ মানিক মোল্লাকে সভাপতি ও মীর শাহীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সভায়।