আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর রাজধানী উয়াগাদুগুর সেনা সদর দফতর ও ফরাসি দূতাবাসের সামনে জঙ্গি হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন।
এ সময় পুলিশের গুলিতে ৬ হামলাকারী নিহত হয়।
স্থানীয় সময় শুক্রবারের এ হামলার ঘটনার পরপর পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। মূলত বিস্ফোরণের ফলে এ ধোঁয়ার সৃষ্টি। ফরাসি দূতাবাস ও সংস্কৃতি কেন্দ্র লক্ষ্য করেই এ হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। এরপর দেশটিতে অবস্থিত নাগরিকদের সর্তক করেছে মার্কিন দূতাবাস।
এদিকে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশগুলোর মতো বুর্কিনা ফাসোতে জঙ্গি সংগঠনগুলো ব্যাপক সক্রিয় রয়েছে। গেলো আগস্টে উয়াগাদুগুর এক রেস্টুরেন্টে জঙ্গি হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানি হয়। এছাড়া ২০১৬ সালের জানুয়ারিতে আরেক রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত ৩০ জন।