এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ধর্মীয় উৎসব পালনে সকল ধর্মের মানুষের সমান অধিকার দিয়েছে রাষ্ট্র জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।
বীরগঞ্জে মহাযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা কৃর্তন ৩২ প্রহরের সমাপনী অনুষ্ঠানে বীরগঞ্জ মহাযজ্ঞানুষ্ঠান কমিটির সভাপতি শ্রী গিরিজা নাথ দাসের সভাপতিত্বে গত শুক্রবার রাতে পৌরসভার হরিবাসর প্রাঙ্গনে কমিটির সাধারন সম্পাদক রতন কুমার সাহা রেন্টু, কৃষ্টচন্দ্র সাহা, বিমল চন্দ্র দাস, লক্ষন চন্দ্র সরকার, হরি প্রসাদ রায়, প্রেমানন্দ রায়, ভবেশ রায়, নলিনী মহন্ত, সেবায়েত সহকারী অধ্যাপক নীল রতন সাহা নিপু, কালিপদ রায়, নিত্যানন্দ সাহা, দশরথ রায় বাবুল, ভবেশ চন্দ্র্র রায়, নিপেন চন্দ্র রায়, সত্য নারায়ন ঠাকুর, বিকাশ চন্দ্র ঘোষ, হীরা লাল রায় ভক্তবৃন্দ ও অন্যরা উপস্থিত ছিলেন।
১৯তম বর্ষে নামামৃত পরিবেশন করেন নেত্রকোনা, সাতক্ষিরা, সিলেট, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলার মহিলা ও পুরুষ দল ।