এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের নেতৃত্বে গত শনিবার বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে জন্মাষ্টামী উদযাপন কমিটির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহঃ অধ্যাপক কালিপদ রায়ের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে দেশ ও জাতীর মঙ্গল কামনায় প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সংসদ্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি করিমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল দেব শর্মা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ পূজা উৎযাপন কমিটির সভাপতি ও মোহনপুর ইউ পি চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্ত, সাতোর ইউপি চেয়ারম্যান রবিন্দ্র নাথ গোবিন বর্মন, বিষ্ণু মন্দির সেবায়েত নিত্যান্দ সহা। অনুষ্ঠান পরিচালনা করেন জন্মষ্টমী কমিটি সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সেন, মাষ্টার ভবেশ চন্দ্র রায়, নীল রতন সাহা নিপু। এছাড়াও জন্মষ্টমী উৎযাপন কমিটির সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জীবনা বলি নিয়ে ধর্মা আলোচনা করেন ইস্কনঠাকুরগাঁও গড়েয়া ইস্কন মন্দির সহ-সভাপতি ও অধ্যক্ষ শ্রীপাদ্ পুষ্প শীলা শ্যাম দাস ব্রহ্মচারী।