নিজস্ব প্রতিনিধিঃ আর নয় হিংসা আর নয় বিভেদ এবং আর নয় বহুধা বিভক্তি এমনই একটি শ্লোগানকে সামনে রেখে সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের ক্রীড়া প্রেমী নেতৃবৃন্দ এবং শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদের নেতৃবৃন্দদেরকে আপ্যায়িত করান বৃহত্তর সিলেট বিভাগের গর্ব, একসময়কার রাজপথ কাঁপানো ছাত্রনেতা,কুয়েত প্রবাসী সিলেটবাসিদের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে ব্যাপক ইতিবাচক পরিবর্তনের স্লোগান দিয়ে তরুণ সমাজের মধ্যমণি,নিঃস্বার্থ সমাজসেবক,তরুণ উদীয়মান সংগঠক, বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি কুয়েতের সভাপতি ও প্রকৌশলী ইউনুছ মতিন।
গত ১১ই সেপ্টেম্বর ২০১৫ ইং রোজ শুক্রবার রাত ৯ ঘটিকার সময় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দের উদ্দ্যেশে উক্ত আপ্যায়নের আয়োজন করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি কুয়েতের সিনিয়র সহ সভাপতি মোরাদ চৌধুরী, সাধারণ সম্পাদক- ফয়েজ আহমেদ, যুগ্ন সম্পাদক জামিল আহমেদ,বিশিষ্ট রাজনীতিবিদ আশারাক আলি ফেরদৌস, জালালাবাদ সমাজ কল্যাণ সমিতি(জালালাবাদ এ্যাসোসিয়েশন) এর যুগ্ন সম্পাদক, তরুণ উদীয়মান সংগঠক শেখ আব্দুল আহাদ প্রমুখ।https://www.facebook.com/agrodristi/posts/961594673903999?pnref=story