ডেস্ক নিউজ : সিলেটের কৃতি সন্তান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্পপতি এম জাকির হুসেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সকলের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাংলাদেশি এবং বিশ্ববাসীকে আন্তরিক, শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, ‘পহেলা জানুয়ারি প্রতি বছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়।’
তিনি প্রত্যাশা করেন, নতুন বছর সবার জীবনে সকল প্রকার ব্যর্থতা ও গ্লানি মুছে অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সাথে সম্ভাবনারদ্বার উন্মোচন করে দেশের জন্য আরও অর্জন ও সাফল্যের বছর হবে ২০১৮।