প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারো শুরু হতে চলা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে চিটাগাং ভাইকিংসে খেলার প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। কিন্তু একই দলে ফিক্সিংয়ে জড়ানো পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির থাকায় পরবর্তীতে প্রস্তাবটি নাকোচ করে দেন তিনি।
বিপিএলেরই আরেক দল রংপুর রাইডারসের হয়ে খেলবেন পাকিস্তানের মিসবাহ উল হক। দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। অনুশীলনের এক ফাঁকেই বিপিএলে হাফিজ-আমির বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।
মোহাম্মদ হাফিজ প্রসঙ্গে মিসবাহ বললেন, ‘এটা হাফিজের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আমার খেলা নিয়ে ভাবছি। কিভাবে দলে ভূমিকা রাখবো সেটা নিয়ে ভাবছি। বাইরে কী হচ্ছে তা নিয়ে ভাবছি না। আমি মনে করি আইসিসি, বিসিবি এবং সাধারণ দর্শকরা বিষয়টি নিয়ে কী ভাবছে সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত।’
মোহাম্মদ আমির সম্পর্কে তিনি বলেন, ‘বিপিএল তার জন্যে খুব গুরুত্বপূর্ণ। সে ঘরোয়া টুর্নামেন্ট খেলছে। এটা তার জন্যে বড় সুযোগ। সে এখানে এসে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাবে। এর ফলে আমির তখন বুঝতে পারবে এই মুহূর্তে সে কোথায় অবস্থান করছে।’
বিপিএলে নিজস্ব কোনো লক্ষ্য আছে কিনা সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশারদার ক্রিকেটার হিসেবে সব সময়ই একটা লক্ষ্য থাকে। যেখানেই খেলি না কেন প্রমাণ করার একটা বিষয় থাকে। দলের হয়ে কন্ট্রিবিউট করতে হয়, জিততে হয়। ওভারঅল আমরা বেশ ভালো দল। আশা করছি সবাই মিলে ভালো একটি কম্বিনেশন তৈরী করে ভালোমত পারফর্ম করবো। এটাই লক্ষ্য। দল হিসেবে ও খেলোয়াড় হিসেবে প্রমাণ করতে হবে।’