আ হ জুবেদঃ বাংলাদেশ প্রবাসী শ্রমিক ঐক্য পরিষদ, কুয়েতের নব নির্বাচিত কমিটির অভিষেক- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার শের-ই বাংলা রেস্তোরাঁয় নব গঠিত এ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি ও আলোচনা সভায় সাধারণ সম্পাদক মীর মোনাছেফ ও আমিনুল ইসলাম সাইদুলের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোঃ বাবুল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শের-ই বাংলা স্মৃতি পরিষদ, কুয়েত ও আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদ কুয়েতের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হুসেন মৃধা, আয়োজক সংগঠনের উপদেষ্টা কোরবান আলী, আরিফ সাহিন মৃধা, শেখ গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হুসেন লাল।
বক্তব্য দেন, আব্দুস সাত্তার তালুকদার, ইদ্রিছ খান, আল মামুন, দেলোয়ার হুসেন, ফরিদ উদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানে নব গঠিত কমিটিতে মোহাম্মদ বাবুল মিয়াকে সভাপতি ও মীর মোনাছেফকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
বক্তারা কুয়েত প্রবাসী শ্রমিকদের অধিকার ও নানা সমস্যা এবং এ থেকে উত্তরণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।