আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক শক্তিশালী করা হচ্ছে ইরানের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। ঢাকায় অনুষ্ঠানরত আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান গোলামআলী জাফারযাদে একথা জানিয়েছেন।
তিনি সোমবার সম্মেলনের অবকাশে বাংলাদেশের জাতীয় সংসদ স্পিকার বেগম শিরিন শারমিন চৌধুরির সঙ্গে সাক্ষাতে একথা বলেন। জাফারযাদেহ বলেন, যুগ যুগ ধরে ইরান ও বাংলাদেশের মধ্যে যে সাংস্কৃতিক অভিন্নতা বিরাজ করছে তাকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় তেহরান।
ইরানের সংসদীয় প্রতিনিধিদলের প্রধান বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করাকে ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেয়া হয়েছে।
সাক্ষাতে ড. শিরিন শারমিন চৌধুরি বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে যেগুলোর প্রত্যেকটিকে কাজে লাগানো উচিত।
বাংলাদেশের রাজধানী ঢাকায় বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইপিইউ’র ১৩৬তম সম্মেলন। এতে অংশগ্রহণের জন্য জাফারযাদে’র নেতৃত্বে ইরানের সংসদীয় প্রতিনিধিদল গত শনিবার ঢাকায় পৌঁছে
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই