আযান হোল সেল্ একটি কসমেটিকস পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান। গুগল সার্চ সেটিই প্রমাণ করেছে।
বাংলাদেশের বাজার ভেজাল পণ্যে সয়লাব।ভেজাল পণ্যের কাহিনী বাংলাদেশিদের কাছে নতুন কিছু নয়।
কিন্তু বিদেশের বাজারে যদি বাংলাদেশি ভেজাল পণ্য চলে আসে; তবে বুঝতেই হবে যে,বাংলাদেশি ভেজাল পণ্য প্রস্ততকারক প্রতিষ্ঠান বা রপ্তানিকারক প্রতিষ্ঠান কতবড় শক্তিশালী।
গল্প এবার বাংলাদেশি পণ্য কুয়েতের বাজারে।
ডাব সাবান,একটি উন্নত মানের কোয়ালিটি সাবান।
কুয়েতের লোকেল বাজারে এই পণ্যের চাহিদা প্রচুর।
এই সুযোগে ভেজাল সাবান ছড়িয়ে দিচ্ছেন কিছু হোল সেলস ম্যানরা।
সাবানটির গায়ে স্পষ্ট লেখা মেড ইন জার্মান।
কিন্তু বার কোড চেক করে দেখা গেলো যে, সাবানটি হোল সেলার বাংলাদেশের আযান নামক একটি প্রতিষ্ঠান।
ওই ওয়েব সাইটে প্রবেশ করে তাদের এবাউট আস্ অপশনে ফোন নম্বর ছাড়া কিছুই পাওয়া যায়নি।
তাতে ধরেই নেওয়া হচ্ছে যে, ডাব সাবান তো সাবান নয় এ যেনো বাংলাদেশের ভেজাল কুয়েতের বাজারে।
ডেস্ক রিপোর্ট