বিশেষ প্রতিনিধি, সুমন রাজ (কুয়েত) বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত আয়োজিত সমিতির প্রাক্তন প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক বাবু মৃণাল বড়ুয়া’র স্বদেশ প্রত্যাগমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ০৯/১২/২০১৬ রোজ শুক্রবার সন্ধ্য ৬ ঘটিকায় কুয়েত সিটির রাজধানী হোটলে বাবু আশোক বড়ুয়া,র সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমিতির প্রতিষ্টাতা সম্পাদক বাবু তাপস কান্তি বড়ুয়া,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত অনলাইন মিডিয়া গ্রুপ অগ্রদৃষ্টির পরিচালক,সাংবাদিক আ,হ জুবেদ, সংবর্ধিত অতিথি ছিলেন স্বদেশ প্রত্যাগমন কারী বাবু মৃণাল বড়ুয়া।
অনুষ্টান শুরুতেই মঙ্গলাচারণ করেন চন্দন বড়ুয়া।স্বপন বড়ুয়া ও তমাল কান্তি বড়ুয়া,র সঞ্চলনায় বিদায় অনুষ্টানে বক্তব্য রাখেন – সন্তোষ বড়ুয়া,দেবপূর্ণ বড়ুয়া,উওম বড়ুয়া,দুলাল বড়ুয়া,বিনয় প্রসাদ বড়ুয়া, বটন বড়ুয়া,বাবুল বড়ুয়া, লিটন চৌধুরী,রুবেল বড়ুয়া,লিটন বড়ুয়া,সুমন রাজ প্রমুখ। অনুষ্টানে অতিথি দের পুষ্পস্তবক প্রদান ও সংবধিত অতিথি কে ক্রেস্ট ও আজীবন সদস্য সনদ প্রদান করেন যথাক্রমে -সুশান্ত বড়ুয়া,সংঘতরু বড়ুয়া,দীপন বড়ুয়া,সুভাষ বড়ুয়া,সেবু বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আ,হ জুবেদ বলেন – কুয়েত প্রবাসে পরহিত ব্রত বৌদ্ধ দের এক মাত্র বৃহৎম প্রাচীর সংগঠন বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত অসাম্প্রদায়িকতা সম্প্রতির মনোভাবে মানবতা ও সমাজ কল্যাণে বেশ ভূমিকা রাখছে। অতিথি সবাই কে বুদ্ধের অহিংসা নীতিতে মিলে মিশে সমিতি পরিচালনা করে দেশের সুনাম রক্ষা করতে অনুরোধ জানাই।
সংবর্ধিত অতিথি বাবু মৃণাল বড়ুয়া অশ্রুজলে সিক্ত হয়ে তার বক্তব্যে বলেন -সময়ের বাধ্যবাদিকতা ও বাস্তবের তাগিদে আমাকে স্বদেশে চলে যেতে হচ্ছে ১৯৯৬ সাল প্রতিষ্টান লগ্ন হতে এ সমিতির সাথে যুক্ত ছিলাম।এই সমিতির সকল সদস্য আমার পরিবারের সদস্যর মত আমার মনে স্থান করে নিয়েছে। আমি দেশে থাকলে ও আমার মন প্রাণ ও পরার্মশ আপনাদের সাথে থাকবে। অসহীয় যন্ত্রনা ও বেদনা বিধুর পরিবেশে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।