ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশী “আইডল খ্যাত” এ প্রজন্মের অন্যতম সুকন্ঠী গায়িকা বৃষ্টি। আজ ২৬ এপ্রিল এ কোকিলকন্ঠী গায়িকার শুভ জন্মদিন।ছোটবেলা থেকেই গানকে লালন করেন। গানকে ভালবেসে আজ অধিষ্ঠিত হয়েছেন দর্শকমহলে।
জন্মদিনের দিনটি কিভাবে কাটবে জানতে চাইলে এ শিল্পী বলেন; “নিজের কর্মব্যস্ততার জন্য বিগত তিনটি বছরে জন্মদিনের এ দিনটিতে নিজের পরিবারের সাথে কোন জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পারিনি। তাই এবার আমার জন্মদিনে কোন ধরনের টিভি চ্যানেলের অনুষ্ঠান বা স্টেজ শো রাখিনি।
এ দিনটি কেবলমাএ মা, বাবা, পরিবারবর্গ এর সকলকে নিয়ে জন্মদিন এর আনন্দঘন সময় ভাগাভাগি করে নিতে চাই। দিনটি নিজেরমত করেই কাটাই চাই। সবাই আমার জন্য দুআ করবেন যেন, আগামীতে আপনাদের আরও ভালো ভালো চমকপ্রদ গান উপহার দিতে পারি। ”
কিছুদিন আগে বিটিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “পরিবর্তন” ১৭ তম পর্বে অংশ নিয়েছিলেন বৃষ্টি। খুব তারাতাড়ি সিডি ভিশনের ব্যানারে ” কিসের যেন অভাব”গানটি প্রকাশ পাবে।
সংগীতা থেকেও আরও একটি অ্যালবাম আসবে বলে তিনি জানান। বর্তমানে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।