
বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) কুয়েতের খাইতান এলাকার রাজধানী প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার।
সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান শাহীন এর পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিকান্দার আলী,কুয়েত বিএনপির জ্যেষ্ঠ নেতা সুয়েব আহমেদ, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরী, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মো: ফরিদ উদ্দিন ও কুয়েত আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা শাহ নেওয়াজ নজরুলসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা।
অনুষ্ঠানে বক্তারা আয়োজক সংগঠনের সমাজকল্যাণ মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতেও এই সংগঠনটি সমাজকল্যাণে আরো ভালো কাজ করে যাবে এ আশাবাদও ব্যক্ত করেন তারা।
শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও ভ্রাতিত্ববোধ কামনা করে দোয়া করা হয়।