অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : পূর্বশত্রুতার জোর ধরে গত রবিবার দিবাগত রাতে গাছের সাথে শত্রুতা করে বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের এক অসহায় বিধবার বাগানের প্রায় একলাখ টাকার গাছ কেটে ফেলে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা। এ ঘটনায় গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
সরেজমিনে স্থানীয় লোকজন ও পুলিশে সাথে কথা বলে জানা গেছে, গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের মৃত মোহাম্মদ আলী সরদার প্রায় ১০বছর আগে মারা যান। জীবিত থাকা অবস্থায় মোহাম্মদ আলী সরদার নিজের পৈতৃক ভিটায় ৩০ শতাংশ জমির উপর একটি বাগান করেন। মোহাম্মদ আলীর বিধবা স্ত্রী নুরজাহান বেগম জানান, স্বামীর মৃত্যুর পরে ওই বাগানই তার একমাত্র অবলম্বন। গাছ বিক্রি করে সংসার চালান এবং পুনরায় গাছ লাগান। এলাকাবাসী জানান, গত রবিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা শত্রুরা গভীর রাতে বাগানে ঢুকে করাত দিয়ে বাগানের মেহগনি, সুপারী, চাম্বল ও রেইন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২৫টি গাছ কেটে ফেলে রেখে যায়। কেটে ফেলা গাছের মূল্য প্রায় লক্ষাধিক টাকা। নুর জাহান বেগমের চাচাতো ভাসুর পুলিশের অব: সহকারী পরিদর্শক আমিরুল ইসলাম সরদার জানান, প্রায় আড়াই মাস আগে স্থানীয় যুবলীগ নেতা সৈয়দ জসীম তার বাগানের মধ্য দিয়ে রাস্তা করতে উদ্যোগ নেন। এসময় রাস্তা করতে বাঁধা দিলে সে বাগানের গাছ কেটে ফেলার হুমকি দেয়। এঘটনায় গত ২২-০৬-২০১৫ ইং তারিখ গৌরনদী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। আমিরুল ইসলাম ও নুরজাহান বেগম অভিযোগ করেন, তাদের ধারণা যুবলীগ নেতাকে রাস্তা করতে বাঁধা দেয়ায় সে তার ভাড়াটে লোকজন নিয়ে রাতের আঁধারে বাগানের গাছ কেটে ফেলেছে। অভিযোগের ব্যাপারে যুবলীগ নেতা সৈয়দ জসীমের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
এব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি গাছ কেটে ফেলার হুমকির ঘটনায় থানায় জিডি থাকার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।