এসো বন্ধু হাতে হাত রেখে এই পৃথিবী আলোকিত করি এ শ্লোগানে বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের যুগান্তর সজ্বন সমাবেশ শাখা ও ,আমরা সবাই বাংলাদেশি এর যৌথ উদ্দ্যোগে ও জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার ব্যবস্থাপনায় আল-আইন গ্রীন মুবাজ্জালা পার্কে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। কবি মনির উদ্দিন মান্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য করেন আল আইন টাইম ট্রাভেল এন্ড কার্গোর এমডি মোঃমনছুর আলী,অনুষ্ঠান। কেক কেটে উদ্বোধন করেন আরব আমিরাত জাতীয় কবিতা মঞ্চের সভাপতি কবি মোঃমুছা । অন্যান্যের মাঝে বক্তব্য করেন সাইফুল আলম,জাফর উদ্দিন ভূঁইয়া,সরোয়ার আলম রনি,নুরুল গনি সহ আরো অনেকে। অনুষ্টানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে বন্ধুরা উপস্থিত ছিলেন।