”বিধাতার খেলা”
কেউ করে
খাবার নষ্ট,
কারো আছে
খাবারের কষ্ট ।
কারো আছে
সন্তানের হাহাকার,
কারো সন্তান
মেনে নেয় অনাহার ।
কারো আছে
আলীশান বাড়ি ,
কেউবা পথের
দরিদ্র ভিখারী ।
এ কেমন বিচার ?
এ কেমন লীলা ?
” বিধাতা “কেন
তোমার এই খেলা ???
আমরা তোমার সৃষ্টি
তোমারই আপনজন,
পূর্ণ করো তুমি,
আমাদের মন।
ফারহানা মোবিন,
চিকিৎসক ও লেখক,
28.10.15, 10 pm