খেলাধুলা ডেস্ক : লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে মৌসুমের প্রথম হারের স্বাদ পাওয়া পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে এসে হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। মঙ্গলবার রাতে জার্মান জায়ান্টরা ৩-১ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টদের। গ্রুপপর্বের প্রথম দেখায় পিএসজির মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছিল বায়ার্ন।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ৭ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন রবের্ত লেভান্ডোভস্কি। ডেভিড আলাবার মাথা ছুঁয়ে আসা বল লেভান্ডোভস্কিকে খুঁজে পায় এসময়, পোলিশ তারকা দলকে এগিয়ে দিতে ভুল করেননি।
গোল খেয়ে হুঁশ ফেরে পিএসজির। ২৩ মিনিটে নেইমারের ফ্রি-কিক লক্ষ্যে থাকেনি। ৩৩ মিনিটেও সমতার সুযোগ হাতছাড়া করে অতিথিরা। কাইলিয়ান এমবাপের বাড়ানো বল জালে জড়াতে পারেননি নেইমার। ব্রাজিল তারকার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে নিরাপদে ঠেলে দেন স্বাগতিক গোলরক্ষক। ৩৬ মিনিটেও নেইমার ঝলকের সামনে দেয়াল হয়ে দাঁড়ান গোলরক্ষকই।
পিএসজির আক্রমণের বিপরীতে ৩৭ মিনিটে উল্টো ব্যবধান বাড়িয়ে ফেলে বায়ার্ন। স্বাগতিকদের আরেকবার এগিয়ে দেয়ার নায়ক কোরেন্টিন তোলিসো। হামেস রদ্রিগেজের ক্রসে বল পেয়ে বাভারিয়ানদের জয়ের রাস্তা আরও প্রশস্ত করেন তোলিসো।
দ্বিতীয়ার্ধের শুরুতে ৫০ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। এডিনসন কাভানির চিপে মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান এমবাপে। ৬০ মিনিট মার্কো ভেরাত্তি গোলরক্ষক বরাবর শট নিলে সমতা ফেরানো হয়নি অতিথিদের।
পরে পিএসজির ম্যাচে ফেরার আশায় জল ঢেলে দেন তোলিসো। ৬৯ মিনিটে বদলি কিংসলে কোম্যানের ক্রসে বল পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান তিনি। শেষপর্যন্ত ৩-১ই থাকে বায়ার্নের জয়ের ব্যবধান।
হেরেও অবশ্য ‘বি’ গ্রুপের সেরা পিএসজি। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট তাদের। বায়ার্নের পয়েন্টও ১৫। তবে মুখোমুখি লড়াইয়ে সেরা পিএসজি।