বিনোদন ডেস্ক : অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’ ছবিটি নিষিদ্ধ করেছিল পাকিস্তান। অভিযোগ ছিলো, নারীদের অত্যন্ত গোপন বিষয়কে প্রকাশ্যে এনে সামাজিক ট্যাবু ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে সিনেমাটিতে। এবার একই সমস্যায় পড়ল আনুশকা শর্মার প্রযোজনায় সদ্য মুক্তি পাওয়া পরী। ভূতুড়ে এ ছবি প্রদর্শনও নিষিদ্ধ করা হল পাকিস্তানে।
পাকিস্তান সেন্সর বোর্ডের অভিযোগ, ছবিতে কালো-যাদুর ব্যবহার দেখানো হয়েছে। সেই সঙ্গে ইসলাম বিরোধী কার্যকলাপ দেখিয়ে মুসলিম ভাবাবেগে আঘাত করেছে এই ছবি। শুধু তাই নয়, ছবিতে অত্যন্ত আপত্তিকরভাবে মুসলিম ধর্মগ্রন্থ কোরআনে উল্লিখিত শব্দের ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। আর সেই কারণেই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সেন্সর বোর্ড।
সেন্সর বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে পাকিস্তান ফিল্ম ডিসট্রিবিউটর সংস্থার চেয়ারম্যান বলেন, ‘‘যে ছবি আমাদের দেশের সংস্কৃতি ও ইসলাম ঐতিহ্যের বিরোধী, তা ব্যান করাই উচিত।’’