১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, খালেদা জিয়া আপনি নির্বাচন চাচ্ছেন, নির্বাচন হবে তবে তা সরকারের মেয়াদ পূরণ শেষে। ২০১৯ সালের নির্ধারিত সময়ে। এর একদিন আগেও নয়। আপনি (খালেদা জিয়া) অগণতান্ত্রিক আন্দোলন ছেড়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সেই নির্বাচনে জনগণ নির্ধারণ করবে পরবর্তী সরকার কারা পরিচালনা করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনকল্যানের কাজ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই নির্বাচনে আবারও সরকার পরিচালনার দায়িত্ব নেবে।
শুক্রবার বিকালে তাড়াশ উপজেলার নওগাঁ শাহ শরীফ জিন্দানী কলেজ মাঠে ৭১ এর মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশ ডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা জনতার এক সমাবেশে তিনি এ কথা বলেন।
৭১ এর মুক্তিযুদ্ধকালীন বেসরকারী সেক্টর পলাশ ডাঙ্গা যুব শিবিরের তৎকালীন ডেপুটি কমান্ডার ম.ম আমজাদ হোসেন মিলন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, মকবুল হোসেন এমপি, এ্যাডভোকেট বিমল কুমার দাস, গাজী সোহরাব আলী, হাজী ইসহাক আলী ছাড়াও জান্নাত আরা তালুকদার হেনরী, এ্যাডভোকেট আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার প্রমুখ।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী তাড়াশ উপজেলা সদরের ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন এবং স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সমসাবেশে বক্তব্য দেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়। সমাবেশে স্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগ্রেডিয়ার জেনারেল আহম্মেদুল কবির, জেলা প্রশাসক বিল্লাল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডাঃ সামিউল ইসলাম সাদি, রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ হেদায়েতুল ইসলাম ও তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নওগাঁয় ৭১ এর মুক্তিযুদ্ধকালীন বেসরকারি সেক্টর পলাশ ডাঙ্গা যুব শিবিরের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে শেখ হাসিনা সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নাসিম বলেন, শেখ হাসিনার সরকার যে ওয়াদা দেয় তা পূরণ করে। বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে। বিচার শুরু করেছে মানবতাবিরোধী অপরাধের। খালেদা জিয়া সরকারের সময় দেশ জঙ্গিবাদে ছেয়ে গিয়েছিল। শেখ হাসিনার সরকার জঙ্গিদের দমন করে দেশে জঙ্গবাদ নির্মূল করেছে।
মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশ স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে গেছে। বর্তমান সময় স্বাস্থ্য সেবায় বাংলাদেশ একটি মডেল। গ্রাম পর্যায়ে কমিনিউটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দৌড় গড়ায় পৌঁছে দেয়া হয়েছে। তিনি সকল চিকিৎসককে সেবার মন নিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করার আহ্বান জানান।