ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নারী অধিকার ও ক্ষমতায়নে প্রতিবেশী দেশগুলো থেকে এগিয়ে আছে বাংলাদেশ বলে মন্তব্য করেছে নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা মাসুদা ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথ হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) ও সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বস বলেন, উন্নত রাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছেন। শিক্ষা-দীক্ষা ও উন্নয়ন কাজে তারা এখন আর পিছিয়ে নেই। মেধা-মননে এগিয়ে যাচ্ছেন নারী। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে নিজেদের দক্ষতা প্রমাণ করছেন। দেখাচ্ছেন কৃতিত্ব। নারীরা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, পর্বত জয় করছেন, অগ্রণী ভূমিকা রাখছেন অর্থনৈতিক উন্নয়নে। সব ধরণের খেলায়ও পুরুষের পাশাপাশি আজকের নারীরা পারদর্শিতা দেখাচ্ছেন। নারী অধিকার ও ক্ষমতায়নে প্রতিবেশী দেশগুলো থেকে এগিয়ে আছে বাংলাদেশ।
তিনি আরো বলেন, সমান অধিকার, মর্যাদার প্রশ্নে নারীরা তৎপর। সার্বিক বিচারে সমাজের প্রতিটি পেশায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। প্রশাসন, বিচার বিভাগ, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও বিশেষ নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন কারিগরি ক্ষেত্রে নারীরা উচ্চপদে রয়েছেন। দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত রয়েছেন অনেক নারী। ক্রিকেট, ফুটবলসহ পর্বতশৃঙ্গ জয়েও এগিয়ে এসেছেন নারীরা। কুসংস্কারকে কাজে লাগিয়ে নারীকে অধিকারবঞ্চিত করার সুযোগ সংকুচিত হয়ে আসছে। শিক্ষায় এগিয়ে যাওয়ার কারণে সরকারি-বেসরকারি চাকুরিতে নারীর পদচারণা দ্রুত হারে বাড়ছে। সব পেশায়ই এখন নারীরা কাজ করছেন। নারী পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছেন। শিল্প প্রতিষ্ঠায়ও ভালো করছেন নারীরা।
আলোচনা সভায় স্কুল-কলেজের ছাত্রী, নারী নেতৃবৃন্দ সহ অন্যান্য দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই