নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে ‘অশ্লীল নৃত্য ও জুয়ার আসর’ ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার বিকেলে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুনের নির্দেশে বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার ও বনপাড়া এলাকায় দুইটি অবৈধ মেলা, জুয়ার ও অশ্লীল নৃত্যের আসর ধ্বংস করে দেয়া হয়।
কিছুদিন ধরে এই মেলাদুটিতে অবৈধ জুয়া, হাউজি, লটারি ও যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য পরিচালিত হচ্ছে এবং মাইকের উচ্চ শব্দে আশপাশের এইচএসসি পরীক্ষার্থীদেরও লেখাপড়া বিঘ্নিত হচ্ছিল বলে পরীক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ও র্যাব-৫।
এর আগে গত ৭ মে ‘বড়াইগ্রামে বৈশাখী মেলার নামে চলছে অশ্লীল নৃত্য’ শিরোনামে দেশের বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি স্থানীয় প্রশাসনের নজরে এলে শনিবার আসর ভেঙে দেয়া হয়।