খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: পঞ্চাশ হাজার টাকা ঘুষের দাবিতে এক যুবক ও তার মাকে মারধরের অভিযোগে এনে নলছিটি থানার তিন উপরিদর্শকের বিরুদ্ধে (এসআই) ঝালকাঠি আদালতে নালিশী মামলা দায়ের হয়েছে।
রোববার ঝালকাঠির বিশেষ জজ আদালতে এ নালিশী দায়ের করেন। যুবকের মা সেলিনা বেগম বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনর ৫(২) ধারায় এ অভিযোগ দায়ের করেন। তবে ঝালকাঠি বিশেষ জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আগামী ২৬ এপ্রিল বিষয়টি শুনানীর জন্য তারিখ রেখেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন, নলছিটি থানার উপপরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রী, ফিরোজ আলম ও জসিমউদ্দিন। বাদীর আইনজীবী তপন কুমার সরকার জানান, গত ৩০ মার্চ রাত তিনটার দিকে নলছিটি থানার তিন উপপরিদর্শক বিপ্লব কুমার, ফিরোজ ও জসিম ৫/৬জন কনেস্টবলসহ নলছিটি উপজেলার তৌকাঠি গ্রামের মৃত ফারুক হোসেনের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। ফারুক হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৩) এর দরজা খুলতে দেরি হলে তিন উপপরিদর্শক ও কনেস্টবল দরজা ভেঙ্গে জোড় পূর্বক ঘরে প্রবেশ করে সেলিনা বেগমের দুই ছেলে দিন মজুর সজিব ও রাজিবকে মারধর শুরু করে। সেলিনা বেগম ছেলেদের বাঁচানোর চেস্টা করলে তিন উপপরিদর্শক তাকেও মারধর করে।
সেলিনা বেগম মারধরের কারণ জানতে চাইলে তিন এসআই বলেন, তোর ছেলেরা মাদকে ব্যবসা করে। এখন আমাদের পঞ্চাশ হাজার টাকা দিবি অন্যথায় তোর ছোট ছেলেকে ধরে নিয়ে মাদক (গাঁজা) মামলায় চালান দেব। সেলিনা বেগম টাকা না দেওয়ায় পুলিশ তার ছোট ছেলে রাজিবকে গ্রেফতার করে নলছিটি থানায় নিয়ে যায় এবং রাজীবের কাছে এক পুড়িয়া গাঁজা পাওয়া গেছে বলে প্রচারণা চালায়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই