সৈয়দ সাদেক আহমেদ, বিশেষ প্রতিনিধি (ইউরোপ) নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটির অভিষেককে সফল করার লক্ষ্যে এক সভা অনুষ্টিত হয় গত ১০ই অক্টোবর সোমবার হাইডের স্থানীয় একটি রেষ্টুরেন্টে। সংগঠনের সভাপতি সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী গাউছুল চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মনছব আলী জেপি,মিজানুর রহমান মিজান,কাউন্সিলার হাসান খাঁন,আবু সাইদ চৌধুরী, মিসবা উদ্দিন সায়েম,জসিম উদ্দিন,সাইফুর রহমান, ফোরকানুর রহমান চৌধুরী সাগর,শাহ মনা মিয়া,মাহি মাছুম সহ নর্থ ইংল্যান্ডে কর্মরত বিভিন্ন বাংলাদেশী টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ আলী। সভায় নতুন কমিটির আগামী অভিষেককে সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয় এবং নর্থ ইংল্যান্ডে কর্মরত সকল টিভি সাংবাদিক ও কমিউনিটির সর্বস্থরের মানুষের অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্যভাবে কাজ করার আহব্বান জানান।