সৈয়দ সাদেক আহমেদ|বিশেষ প্রতিনিধি ওল্ডহ্যাম,ইংল্যান্ডঃ দেশরত্ম শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্থবায়নের কার্যক্রমকে আরোও জোরদার করার লক্ষ্যে এবং নর্থ ইংল্যান্ডে আওয়ামী পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় ওল্ডহ্যামের স্থানীয় একটি রেষ্টুরেন্টে। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের সভাপতি কবি ইলিয়াছ উদ্দিন আহমদ,নর্থ ইষ্ট আওয়ামীলীগের সভাপতি মো: মতিউর রহমান,নিউকাসল আওয়ামীলীগের সভাপতি সৈয়দ লতিফ,ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মুনিম, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি মো: শাহ জাহান, ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি লুতফুর রহমান, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাফর আহমদ,ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদ,লিডস যুবলীগের সভাপতি শাহ সোহেল আহমদ,হাইড যুবলীগের সভাপতি মো: ইকবাল সমুজ,ওল্ডহ্যাম যুবলীগের সাধারন সম্পাদক মোশাহীদ আলী,ওল্ডহ্যাম পেশাজীবীলীগের সভাপতি ছাদিকুর রহমান,সাধারন সম্পাদক সেলিমুর রহমান,গ্লডউইক যুবলীগের আহবায়ক আসক আলী,আয়াছুল করিম,সহিদুল ইসলাম,সুফি মিয়া,জাহাঙ্গীর হোসেন,আনোয়ার মিয়া,ওল্ডহ্যাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া,ওল্ডহ্যাম ছাত্রলীগের সভাপতি ওবায়েদুর রহমান তুহিন,সাধারন সম্পাদক মো: সোলায়মান,সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম চৌধুরী,আবুল কালাম সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ পেশাজীবীলীগ শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সভায় বক্তারা বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন বিশেষ করে শিক্ষা,সাস্থ্য,তথ্য প্রযুক্তি,অবকাঠামো ও বিদ্যুত খাতে উল্লেখযোগ্য সাফল্যের কথা কিভাবে সাধারন জনগনের কাছে তুলে ধরা যায় তা নিয়ে তারা বিস্থারিত আলোচনা করেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিদেশের মাটিতে লুকিয়ে আছে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্য তারা আহব্বান জানান।