স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে আগামীকাল থেকে তিনদিন( ২৮, ২৯, ৩০ ডিসেম্বর) ব্যাপী শুরু হচ্ছে নরসিংদী জেলা ইজতেমা। আজ ২৭ ডিসেম্বর সকালে ইজতেমা মাঠের মুসল্লীদের নিরাপওা ও সকল নাশকতা দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য পদন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউর রহমান, জেলা ভারপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রেজোয়ান আহম্মেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবপুর থানা সৈয়দুজ্জামান। এছাড়াও নরসিংদী জেলার নব নিযুক্ত সহকারী এসপি, পুলিশ পরিদর্শক মোমিনুল হক ও শিবপুর থানা সহ অন্যান্য থানার পুলিশ উপ-পরিদর্শক এবং পুলিশ সদস্যবৃন্দ।
দায়িত্ব প্রাপ্ত পুলিশের সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, ইজতেমা মাঠে মুসল্লীদের নিরাপওার যেন বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা, ইসলামের লেবাস পরে কেউ যাতে এজতেমাকে কলুষিত করতে না পারে সেদিকে খেয়াল রাখা, এজতেমা শেষ না হওয়া পর্যন্ত ১২ ঘন্টা করে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ইজতেমায় ধর্মপ্রান মুসল্লীদের নিরাপওা নিশ্চিতে কেউ যাতে বোমা হামলা করতে না পারে সেদিকে নজর রাখতে বলেন। পরে তিনি তাবলীগ জামায়াতের জেলা আমীর এর সাথে ইজতেমার বিষয়ে খোজখবর নেন।
তিনি জানান, ২০০ জন পুলিশ সদস্য ইজতেমার নিরাপওায় নিয়োজিত থাকবে। পরে বিকালে জেলা প্রশাসক ড. সুভাশ চন্দ্র বিশ্বাস এজতেমা মাঠে উপস্থিত হয়ে ইজতেমার খোজখবর নেন। আজ বিকাল থেকে বিপুল মুসল্লীদের সমাগম হতে দেখা যায় এজতেমা মাঠে। আশা করা যায় এক লাখ মুসল্লী ইজতেমা মাঠে উপস্থিত হয়ে মোনাজাতে অংশ নিবে। শনিবার সকাল ১১ টায় মোনাজাত হবে।