অগ্রদৃষ্টি ডেস্ক:: গত পহেলা এপ্রিল ২০১৬ইং রোজ শুক্রবার সন্ধ্যায় কুয়েতের আব্বাসিয়া পার্কে কুয়েত ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া সংগঠন সিলেট নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের প্রথম প্রতিষ্টা বার্ষিকী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
সংগঠনের অন্যতম সদস্য মিজানুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মনসুর খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী এম ডি সেলিম, সামাজিক ও রাজনৈতিক সংগঠক আবুল হাসেম এনাম,অগ্রদৃষ্টি অনলাইন মিডিয়া গ্রুপের পরিচালক আ.হ জুবেদ, দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক শেখ নিজামুর রহমান (টিপু) সমাজসেবক ও ব্যবসায়ী ফয়জুল হক কুটি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ,শাহ্ আব্দুল করিম স্মৃতি পরিষদ কুয়েতের সাধারণ সম্পাদক সুমন দাশ সহ প্রায় অর্ধ শতাধিক ক্রীড়া প্রেমি খেলোয়াড়।
অবশেষে নৈশভোজের মধ্যদিয়ে নবজাগরণ স্পোর্টিং ক্লাব কুয়েতের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সমাপ্তি হয়।