বিভিন্ন দেশে বাংলাদেশের হাইকমিশন ও দূতাবাস থেকে সাত জন হাইকমিশনার ও রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক আদেশে তাদের ফিরিয়ে আনার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে অবিলম্বে দেশে ফিরে আসতে বলা হয়েছে। তাদের সঙ্গে দেশে ফিরতে বলা হয়েছে আরও ১২ জন কর্মকর্তাকে।
ফিরে আসার আদেশ পাওয়া কর্মকর্তারা চুক্তির ভিত্তিতে বা প্রেষণে ওই পদগুলতে ছিলেন।
ফিরে আসার নির্দেশ পাওয়া কূটনীতিকরা হলেনমালেতে হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, ওয়াশিংটনে প্রথম সচিব ওয়াহিদুজ্জামান নূর ও কাউন্সেলর আরিফা রহমান রুমা, কানাডার অটেয়ায় কাউন্সেলর অপর্ণা রানী পাল ও কাউন্সেলর মোবাশ্বিরা ফারজানা মিথিলা এবং নিউইয়র্কে তৃতীয় সচিব আসিব উদ্দিন আহম্মেদ।