স্পোর্টস ডেস্ক: দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে আবারো শীর্ষে ফিরেছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শনিবার ৭ উইকেটে জিতেছে কেন উইলিয়ামসনের দল। ১ বল বাকি থাকতে ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে সাকিব আল হাসানের দল।
এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে দ্বিতীয় চেন্নাই সুপার কিংস। ১০ ম্যাচে সপ্তম হারে দিল্লি ৭ নম্বরে।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের হারে গত বৃহস্পতিবার শীর্ষে উঠেছিল হায়দরাবাদ। কিন্তু শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে তাদের হটিয়ে এক নম্বরে বসেছিল চেন্নাই। কিন্তু তারা বেশিক্ষণ থাকতে পারল না শীর্ষে। এদিন দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে মহেন্দ্র সিং ধোনিদের পেছনে ফেলে আবার সবার উপরে সাকিবদের দল।
হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। পৃথ্বি শো ও শ্রেয়াস আয়ারের ঝলমলে ইনিংসে ৫ উইকেটে ১৬৩ রান করে তারা। ১৬৪ রানের লক্ষ্য ছিল এই মৌসুমে হায়দরাবাদের জন্য সর্বোচ্চ
এদিন বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। পাঁচ বোলারের মধ্যে কেবল হিসেবি ছিলেন রশিদ খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে রিশভ পান্ত ও পৃথ্বির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এছাড়া একটি রান আউটে অবদান রেখে জিতেছেন তিনি ম্যাচসেরার পুরস্কার।
উইকেট শিকারের পর সাকিবদের উদযাপনইনিংস সেরা ৬৫ রানে পৃথ্বিকে আউট করে ৮৬ রানের জুটি ভাঙেন রশিদ। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছয় ছিল দিল্লির ওপেনারের ইনিংসে। আয়ার করেন ৩৬ বলে ৪৪ রান। ১৩ বলে ২৩ রানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজয় শঙ্কর।
সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাটিংয়ে তিনি নামার আগেই দল জিতে গেছে।
অ্যালেক্স হেলস ও শিখর ধাওয়ানের ৭৬ রানের জুটি গড়ে হায়দরাবাদের জয়ের ভিত। অবশ্য অমিত মিশ্র তার দুই ওভারে দুজনকে ফিরিয়ে কিছুটা ধাক্কা দেন। হেলস তিনটি করে চার ও ছয়ে ৪৫ রান করে আউট হন। ধাওয়ান ৩৩ রানে থামেন বোল্ড হয়ে।
পরে মনীষ পান্ডের (২১) সঙ্গে উইলিয়ামসনের ৪৬ রানের জুটি এগিয়ে নিতে থাকে হায়দরাবাদকে। ডেথ ওভারে কিছুটা থমকে গিয়েছিল তাদের রানের গতি। তবে ইউসুফ পাঠান এসে মারকুটে ইনিংস খেলেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩০ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলে অপরাজিত ছিলেন উইলিয়ামসন।