আল-আমিন রানা (বিশেষ প্রতিনিধি) আসলে সাংবাদিকতা একটি মহান পেশা কিংবা নেশা- এটা বহু পুরানো বুলি। সাংবাদিকতা পেশা নয় একটা নেশা,সাংবাদিকতা কি আর দশটা সাধারণ পেশার মতো। এই প্রশ্নটা সবসময় আমি নিজেকে করি,এমনকি প্রায়শই সহযোগী সাংবাদিকদেরকেও এহেন প্রশ্ন করে থাকি। যদিও যে যার মত করে এর জবাব দিয়েছেন, পাশাপাশি আমাকে বিভিন্ন ধরণের পরামর্শ ও দিকনির্দেশনাও দেন অনেকে। তবে আমার ব্যক্তিগত অভিমত, সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশার মতো কাজ করে। এর মধ্যে রয়েছে ভালোলাগা, ভালোবাসা এবং সর্বোপরি একটি স্বাধীনতা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য,দেশের মানুষের জন্য কিছু করার নেশা। আমার মনে হয় একজন চিকিৎসক যেভাবে মানুষের সেবা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সেবা করতে পারেন একজন দেশ প্রেমিক সাংবাদিক। আমি মনে করি যদি একজন সত্যিকারের সাংবাদিক হতে চাও নিজের ইচ্ছা শক্তি, মনোবল আর সাধারণ মানুষকে নিয়ে ভাবতে হবে। পৃথিবীর আর কোন পেশাতেই এতো স্বাধীনতা ও মানুষের জন্য কিছু করার এমন সুযোগ আর পাওয়া যায় না যেটি কিনা সাংবাদিকতা পেশা পাওয়া যায়। আর সে কারণেই আমি আজীবন সংবাদের সাথে যুক্ত থাকতে চাই। মানুষের ভালোবাসা পেতে চাই। চাই নেশাটা থাকুক আজীবন আর এই নেশা ছড়িয়ে পড়ুক সব সংবাদকর্মীর মধ্যে। তবেই জাগ্রত হবে প্রকৃত সাংবাদিকতা।