প্রধান সম্পাদক:: অগ্রদৃষ্টি পরিবারের অন্যতম শুভাকাঙ্খী, কবি, সাহিত্যিক ও অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের স্বাস্থ্য ও চিকিত্সা বিষয়ক সম্পাদিকা; পাশাপাশি যিনি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন উন্নত চিকিত্সালয়,রোগী সেবায় সেরা প্রতিষ্টান স্কয়ার হাসপাতাল ঢাকা বাংলাদেশে।
এই প্রতিভাময়ী, একাধিক গুণে গুণান্বিত ও অক্লান্ত পরিশ্রমী মানুষটির নাম ডাক্তার ফারহানা মোবিন।
আপনারা অনেকেই জানেন যে, পূর্বে একসময় (সাস্থ্য সেবা পেতে জিজ্ঞাসা) নামে একটি কলামে ডাক্তার ফারহানা মোবিন অগ্রদৃষ্টি পাঠকবৃন্দের ফ্রি অনলাইন চিকিত্সা সেবা দিয়ে আসছিলেন; কিন্তু দুর্ভাগ্যজনক হঠাৎ করেই আমাদের অগ্রদৃষ্টি অনলাইন সাইটে কিছু সমস্যা দেখা দেয়; যার পরিপ্রেক্ষিতে সেই চলমান ফ্রি অনলাইন চিকিত্সা সেবা মাধ্যমটি বন্ধ হয়ে গিয়েছিল।
ইতিমধ্যে অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপ এবং অনলাইন পত্রিকার সাইটটিকে সুনামধন্য তরুণ উদীয়মান গ্রাফিক্স ডিজাইনার আশরাফুল হক মান্না এবং তার সহকর্মীর দ্বারা গুণগত ও মানসম্মত একটি অনলাইন সাইট তৈরী করতে সক্ষম হয়েছে।
অতএব, গর্বিত অগ্রদৃষ্টি পরিবার আপনাদের সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছে যে’ এখন থেকে নিয়মিত অগ্রদৃষ্টি পরিবারের অন্যতম শুভাকাঙ্খী, কবি, সাহিত্যিক ও অগ্রদৃষ্টি মিডিয়া গ্রুপের স্বাস্থ্য ও চিকিত্সা বিষয়ক সম্পাদিকা তথা স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ এর রেসিডেন্ট মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা মোবিন অগ্রদৃষ্টি অনলাইন পত্রিকার (সাস্থ্য সেবা পেতে জিজ্ঞাসা) কলামের মাধ্যমে ফ্রি অনলাইন চিকিত্সা সেবা অব্যাহত রাখবেন।
বি: দ্র: অনুগ্রহপূর্বক কমেন্ট বক্সে আপনার যেকোনো ধরনের সমস্যার কথা জানিয়ে প্রশ্ন করুন।
আমাদের আশা এবং দৃঢ় বিশ্বাস আপনারা নিয়মিত অগ্রদৃষ্টির সাথেই থাকবেন এবং স্বার্থহীন এই সেবার প্রচার ও প্রসার বৃদ্ধি করতে সাধ্যমত চেষ্ঠা করবেন।
অগ্রদৃষ্টি সবসময়’ই মা মাটি এবং দেশের কথা বলে সবার আগে।