ফারহানা মোবিন,
চিকিৎসক ও লেখক,
কেউ হয় বাক্স বন্দী,
কেউ হয় পুড়ে ছাই,
সবাই যায় মাটির তলে,
ঠিকানা ঐ একটাই ।
শুধু পৃথিবীতে গীতা,
বাইবেল কোরআন,
জীবন শেষে মাটির মাঝে
মিশে যায় প্রাণ।
কেউ পড়ে গীতা,
কেউ পড়ে বাইবেল,
কারে নাম ইসলাম,
কারো নাম মাইকেল।
গীতা, বাইবেল, কেরআন
শরীফের সারকথা,
সব ধর্মই বলে, ” সব
কিছুর উপরে মানবতা “।
মানবতা তোমার
হোক জয়,
দুদিনের পৃথিবী
হোক শান্তিময়।